সিঙ্গাপুরে দুই বাংলাদেশি করোনা আক্রান্ত

SHARE

সিঙ্গাপুরে আরো ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এরমধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন।

সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, আজ সিঙ্গাপুরে আরো নতুন ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দুইজন আক্রান্ত বাংলাদেশির একজনের বয়স ২৮ বছর তিনি সিঙ্গাপুরের লং টার্ম পাশধারী আরেকজনের বয়স ৩৩ বছর তিনিও সিঙ্গাপুরে লং টার্ম পাশধারী।

এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ৮ জন বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে চারজন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। বাকি ৪ এখনো চিকিৎসাধীন আছেন। সিঙ্গাপুরে এখন মোট আক্রান্তের সংখ্যা ৭৩২ জন৷

আজ আরো ১১ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৮৩ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২ জনের মৃত্যু হয়েছে৷ আজকে আক্রান্তদের ৪৯ জনের মধ্যে ২২ জনই বাহিরের দেশের সাথে লিংক রয়েছে। তারা সর্বশেষ ইউরোপ, উত্তর আমেরিকা ও আসিয়ানভুক্ত দেশগুলো থেকে ভ্রমন করে সিঙ্গাপুর ফিরেছেন। ২৭ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে।