‘দিল্লির সহিংসতা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র’

SHARE

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম বলেছিলেন, দিল্লির সহিংসতা পূর্ব পরিকল্পিত। এবার একই কথা শোনা গেল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গলায়। প্রবীণ এই সিপিএম নেতার দাবি, দিল্লির সহিংসতা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। এই হিংসায় আক্রান্তদের পাশে দাঁড়াতে তিনি পথে নেমে অর্থ সংগ্রহ করছিলেন। তখন তিনি এই অভিযোগ করেন।

সহিংসতায় বিধ্বস্তদের পাশে দাঁড়াতে মানুষকে আহ্বান করছিলেন তিনি। সেখানে তিনি জানান, এই সহিংসতায় ৫৩ জনের প্রাণ গেল। অথচ ঘটনাটি প্রতিরোধ করা গেল না। তার অভিযোগ, দুষ্কৃতকারীদের দিল্লির বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। তারাই বাড়িঘর, দোকান ভাঙচুর করেছিল। এটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। তাই সবার কাছে আহ্বান করছি দুর্গতদের পাশে এসে দাঁড়ান।

ত্রিপুরার বিরোধী দলনেতার আরো অভিযোগ, এই সহিংসতার ঘটনায় কোনো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই আরো কিছুদিন এই তহবিল সংগ্রহের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। ২০০ জন মানুষ আহত এবং বহু মানুষ গৃহহীন। তাদের পাশে দাঁড়াতে হবে।