উইলস লিটলের সেই শিক্ষিকার হাতটি জোড়া লাগানোর চেষ্টা চলছে

SHARE

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সৈয়দা ফাহিমা বেগমের বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগানোর চেষ্টা চলছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই শিক্ষিকাকে হেলিকপ্টারে করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। পরে চিকিৎসকেরা তাকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে যান।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দুর্ঘটনায় শিক্ষক ফাহিমা বেগমের বাম হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হাতটিসহ তাকে এখানে আনা হয়েছে। তার অপর হাত, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।

ওই শিক্ষিকার স্বামীর নাম সৈয়দ শফিকুল ইসলাম। ঢাকার শান্তিনগর এলাকায় তাদের বাসা। গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।

এর আগে আজ দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এই দুর্ঘটনায় ওই শিক্ষিকা ছাড়াও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের আর অন্তত ১৪ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে ৯ জন এখনও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন।