মাস্ক বিক্রিতে ‘মুনাফা’ নিষিদ্ধ করল জাপান

SHARE

করোনাভাইরাস আতঙ্কে বিশ্বজুড়ে মাস্কের জন্য হাহাকার চলছে। নতুন এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই আতঙ্কিত হয়ে খাদ্য সামগ্রী, মাস্ক এবং স্যানিটাইজার মজুদ করছেন। তরতর করে বেড়ে চলেছে ফেস মাস্কের চাহিদা। ফলে বিশ্ববাজারে মাস্কের সংকট দেখা দিয়েছে। করোনা ভাইরাস আতঙ্কে যখন দেশে দেশে মাস্কের চাহিদা বেড়ে গেলো, তখনই এর দাম বাড়িয়ে দিলেন অসাধু ব্যবসায়ীরা।

এই যখন অবস্থা, তখন জাপান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। লাভের জন্য মাস্ক বিক্রি করাকে নিষিদ্ধ করে একে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেছে জাপান সরকার।

বলা হয়েছে, যারা অতিরিক্ত লাভের জন্য মাস্ক বিক্রি করবে তাদের এক বছরের কারাদণ্ড বা ১০ লাখ জাপানি ইয়েন জরিমানায় দণ্ডিত করা হবে। অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই শাস্তি ১৫ মার্চ থেকে কার্যকর হবে।

জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, ‘আমার এটা নিশ্চিত করতে চাই যে, জাপানের সকল মানুষ এই মাস্ক পেতে পারেন।’

এদিকে জাপানে এখন পর্যন্ত এক হাজার ২০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই ভাইরাসে মারা গেছেন ১৬ জন।