দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার (৮ মার্চ) এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ডিএসই ও সিএসই সূত্র।
লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থ্যাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে চার হাজার ৩৭৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০১৬ ও ১৪৫৭ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৩০টির এবং অপরির্বতিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।
সূত্র জানায়, ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী দেখা গেলেও লেনদেনের শুরুর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক কমে ৪ পয়েন্ট। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক আগে অবস্থান থেকে আরো ৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫৭ পয়েন্টে অবস্থান করে।
বেলা ১১টার দিকে পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কম্পানির তালিকায় আছে-ভিএফএস ডায়িং, সিনোবাংলা, মুন্নু স্টাফলার্স, নাহি এ্যালমুনিয়াম, হাক্কানী পাল্প, এমএল ডায়িং, সিভিও, ইনটেক, খুলনা পাওয়ার, মুন্নু সিরামিক ও বিকন ফার্মা।
অপরদিকে, ১৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৮৭ পয়েন্টে অবস্থান করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক। এর আগে ১০টা ৪৫ মিনিটে সিএসইর সূচক কমে ৮ পয়েন্ট। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়।
সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ের মধ্যে দাম বেড়েছে ৩০টি কম্পানির, কমেছে ৩৬টির এবং ১১টি কম্পানির শেয়ার লেনদেন অপরিবর্তিত রয়েছে।