মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে শনিবার নতুন ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ থেকে সৌদিতে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রানালয় এ বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন করোনা আক্রান্ত রোগীর দুজনই নারী। এদের মধ্যে একজন ইরান এবং একজন ইরাক থেকে আগত। সেই সাথে সৌদি বিমানবন্দরে জারি করা হয়েছে কড়া সতর্কতা। স্ক্যানিং এর মাধ্যমে টেস্ট করে তারপর যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত , বাহরাইনের যাত্রার ব্যাপারে সাময়িক সময়ের জন্য নিয়ম জারি করা হয়েছে। বাণিজ্যিক যানবাহন ছাড়া এই তিন দেশে অন্য যেকোন ধরণের চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সৌদি সরকার।
এরই মধ্যে করোনা আতঙ্কে ইরানে যেকোন প্রকার ভ্রমণ বন্ধ রেখেছেন সৌদি নাগরিক। গেলো শনিবার থেকে ১২৭ জনের মত মানুষ সৌদি আরব থেকে তাদের ইরান সফর বাতিল করেছে।