ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হবে। এই নিয়ে চলছে বিতর্ক। তবে এই বিতর্কের মাঝে সম্প্রীতির নজর গড়লেন এক মুসলিম তরুণ। এবার এই মন্দিরে অষ্টধাতুর প্রাচীন মুদ্রা দান করে নজির গড়লেন সেই মুসলিম।
উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা সৈয়দ মোহদ ইসলাম। গ্রামে নিজের পৈত্রিক বাড়ি নির্মাণ সময় মাটি খুঁড়তে গিয়ে খুঁজে পান দুটি অষ্টধাতুর মুদ্রা। এই মুদ্রায় রয়েছে রামের প্রতিকৃতি। আর তা দেখেই সৈয়দ সিদ্ধান্ত নেন তিনি অযোধ্যার রাম মন্দিরে এই মুদ্রা দান করবেন।
সৈয়দ মোহদ ইসলাম বলেন, ২০১৯ সালের ৩০ নভেম্বরে বাড়ির ভিত খুঁড়ার সময় দুটি মুদ্রা খুঁজে পাই। তখনই সিদ্ধান্ত নিই রাম মন্দিরে এই মুদ্রা উপহার হিসেবে দান করে দেব। খুব শিগগিরই আমি অযোধ্যা যাব ও রাম তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারপার্সন মহান্ত নৃত্য গোপাল দাসের সঙ্গে দেখা করে তার হাতেই এই দুটো তুলে দেব
তবে কিছুদিন আগেই সৈয়দের স্ত্রী উদ্ধার হওয়া দুটি মুদ্রার মধ্যে একটি ৩ লাখ রুপির বিনিময়ে সোনার দোকানে বিক্রি করে দেন। তাই সৈয়দ স্থির করেন, এই মুদ্রা বিক্রি করে যদি মন্দির নির্মাণের কাজেও ট্রাস্টের সদস্যরা ব্যবহার করতে চান তাহলেও তা করার অনুরোধ জানাবেন মহন্তকে।