তাপমাত্রার সঙ্গে করোনাভাইরাসের কোনো সম্পর্ক নেই!

SHARE

তাপমাত্রার সঙ্গে করোনাভাইরাসের কোনো সম্পর্ক নেই। এই ভাইরাসটি বাতাসে ছড়ায় না। কিন্তু মানুষের সংস্পর্শে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ভারতের কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের মহাপরিচালক বলরাম ভর্গব।

গত বৃহস্পতিবার দিল্লিতে বৃষ্টি হয়েছে। এতে ভারতের তাপমাত্রা কমেছে। কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে বলরাম ভর্গব বলেছেন, আবহাওয়ার পরিবর্তন হলে করোনভাইরাস ছড়িয়ে পড়ায় কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, ভাইরাসটি কম তাপমাত্রায় ছড়িয়ে পড়ে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাশি এবং সর্দির মতো অসুখে আক্রান্ত হলে শরীরের যত্ন নিতে পরামর্শ দিয়েছেন তিনি।

ভারতে ৩১ জনের দেহে নিশ্চিতভাবেই করোনাভাইরাস ধরা পড়েছে। তাদের মধ্যে আছেন ১৬ জন ইতালীয় নাগরিক। চীনের উহান শহরে সি ফুডের বাজারে প্রথম ধরা পড়েছিল করোনাভাইরাস। সেখান থেকে ছড়িয়েছে সারা বিশ্বে।