গুগলের পর এবার আমাজনে করোনাভাইরাস, ভ্রমণে কড়াকড়ি টুইটারে

SHARE

ইতালিতে আমাজনের দু’জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমাজনের মুখপাত্র ড্রিউ হার্ডেনার বলেন, আক্রান্ত কর্মীদের সব ধরনের সহায়তা প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে। আক্রান্তদের কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

এদিকে গুগলের একজন কর্মী সুইজারল্যান্ডের জুরিখে গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জুরিখের অফিস বন্ধ না করলেও কর্মীদের ইরান, ইতালি, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া চলতি বছরের এপ্রিলে ক্যালিফোর্নিয়ায় হতে যাওয়া গ্লোবাল নিউজ ইনিশিয়েটিভ সামিট বাতিল করে দিয়েছে গুগল। আমাজন যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোতে কর্মীদের অপ্রয়োজনীয় সব ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গত রবিবার টুইটার জানিয়েছে, তাদের কর্মী এবং পার্টনারদের সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।