করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

SHARE

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দেশটির ওয়াশিংটন রাজ্যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সিএনএন এর খবরে বলা হয়েছে। আর এই প্রথম দেশটিতে করোনা ভাইরাসে কোনো ব্যক্তির মৃত্যু হলো।

ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইনস্লি এক বিবৃতিতে জানান, করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।

যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সারাবিশ্বে মোট ৮৫ হাজার জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রায় ২৯০০ জনের মৃত্যু হয়েছে। নিহতের বেশিরভাগ ভাইরাসটির উৎপত্তিস্থল চীন দেশের নাগরিক।

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এটি প্রথম মৃত্যু হলেও এর আগে গত ৬ ফেব্রুয়ারি চীনের উহান শহরের জিনয়িনতিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশটির একজন নাগরিকের মৃত্যু হয়। ডিসেম্বরের শেষদিকে চীনে ভাইরাসটি প্রথম দেখা দেয়।