গঙ্গায় ভাসছে শতাধিক লাশ

SHARE

gongaভারতের গঙ্গা নদীতে মঙ্গলবার শতাধিক গলিত লাশ ভেসে ওঠে। প্রত্তর প্রদেশের কানপুর এবং উন্নাও শহরদুটির মধ্যবর্তী পারিয়ার নামক এলাকায় লাশগুলো ভাসতে দেখা গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

এ ঘটনায় গোটা এলাকায় সোরগোল পড়ে গেছে। কানপুর এবং উন্নাও এই দুই শহরের প্রশাসনিক কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া লাশগুলো নদী থেকে তুলে সৎকার করারও নির্দেশ দেয়া হয়েছে। পুরো প্রক্রিয়া তদারকির জন্য পুলিশের অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট এবং জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ছুটে গেছেন।

এ সম্পর্কে উন্নাওয়ের সাব ডিভিশনাল মেজিস্ট্রেট সুরিউ প্রাসাদ বলেছেন, নদীর পানি কমে যাওয়ায় লাশগুলো ভেসে উঠেছে।

এ ঘটনায় ফের সোচ্চার হয়ে উঠেছে ভারতের পরিবেশ বিষয়ক এনজিওগুলো। এর আগেও তারা গঙ্গায় মানুষের নিমজ্জিত হওয়ার তদন্ত দাবি করেছিল। ২০১৪ সালের জুলাই মাসে নরেন্দ্র গঙ্গা দূষণ মুক্ত করতে ২০৩৭ কোটি রুপির একটি প্রকল্প অনুমোদন করেছে মোদি সরকার।