আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে বুকে গুলি করবে: বাদল

SHARE

badol১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল -জাসদের কার্যকরী সভাপতি মাঈনুদ্দীন খান বাদল বলেছেন, “বিএনপি একটি টেরোরিস্ট সংগঠন। নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে লাঠি দিয়ে মোকাবেলা করবে। পরে পায়ে গুলি করবে। পায়ে গুলিতে কাজ না হলে পরিস্থিতি বুঝে বুকে গুলি করবে।”

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এ আহ্বান জানান।

মাঈনুদ্দীন খান বাদল বলেন, “আমরা তো খালেদার কাছ থেকে রাজনৈতিক বিরোধিতা চাই। বেগম জিয়ার উচিত ছিল কিছু বই পড়া।”

তিনি বলেন, “কিছু বিজ্ঞ লোক বলেন, দেশ নাকি অসহনীয় অবস্থায় আছে। কই অসহনীয় অবস্থা। ১ তারিখে কী অবস্থা ছিল, ৩ তারিখে কী অবস্থা ছিল, ৫ তারিখ কী অবস্থা ছিল। এখন তো স্বাভাবিক।”

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজধানী ঢাকাসহ সারাদেশে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। এ লক্ষ্যে আগামী ১৫ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক করবেন ১৪ দলের শীর্ষ নেতারা।

বাংলাদেশের কমিউনিস্ট কেন্দ্রের নেতা ডা. ওয়াজেদুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাসিম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এ আউয়াল এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।