করোনাভাইরাস নিয়ে মিথ্যা সংবাদ, সিটি নিউজকে খুঁজছে চীনা দূতাবাস

SHARE

বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ফেসবুক পেজে রবিবার সন্ধ্যায় ‘সিটি নিউজ’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের ঠিকানার সন্ধান চেয়ে নোটিশ জারি করা হয়েছে।

ওই নোটিশে বলা হয়েছে, ‘সিটি নিউজ’ নামের একটি তথাকথিত অনলাইন নিউজ পোর্টাল কয়েকদিন আগে চীনের করোনাভাইরাস নিয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে। যেখানে তারা দাবি করে যে, চীনে করোনায় আক্রান্ত ২০ হাজার মানুষকে মেরে ফেলার জন্য আদালতের অনুমতি চাইছে দেশটির সরকার; যাতে আর ভাইরাসটি তাদের কাছ থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে। এরপর আজ রবিবার তারা আরেকটি ব্রেকিং নিউজ প্রকাশ করে যে, ‘করোনাভাইরাস নিয়ে সর্বপ্রথম উহানের যেই ডাক্তার হুঁশিয়ারি দিয়েছিলেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে; তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি। এমনকি বিষয়টি ময়না তদন্তেও প্রমাণিত হয়েছে।’

চীনা দূতাবাসের ওই পোস্টে আরো বলা হয়, ‘কিন্তু তথাকথিত এই অনলাইন গণমাধ্যমটি নিজেদেরকে ইঁদুর এবং বাদুড়ের মতো লুকিয়ে রেখে এমন সব গুজব ছড়াচ্ছে যা মানবিকতার সীমা অতিক্রম করে ফেলছে। সুতরাং আমরা এই ‘সিটি নিউজ’ এর যে কোনো ধরনের সন্ধান চেয়ে অনুসন্ধান বিজ্ঞপ্তি জারি করলাম।’

‘এই ব্যাপারে কেউ আমাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা করলে তার যথাযথ উচ্চ