বনানীর টিঅ্যান্ডটি বস্তির আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

SHARE

রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত হতাহতের ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।

তেজগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মোক্তার হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বস্তির আগুন ভোর ৫টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।

ভোরে আগুনের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ছুটে যায়। পরবর্তীতে তাতে যুক্ত হয় আরো ৪টি ইউনিট।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।