দেশের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে যাত্রা শুরু করলো লিংকউইথ নামে গবেষণা ও প্রকাশনা প্রতিষ্ঠান। শুক্রবার সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আন্তর্জাতিক প্লাটফর্মটি বাংলাদেশে যাত্রা শুরু করলো।
লিংকউইথ (Linkwith) মূলত একটি গবেষণা ও প্রকাশনা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান। মালয়েশিয়ায় নিবন্ধিত একাডেমিক গবেষণা ও প্রকাশনায় প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের গবেষণায় সক্ষমতা উন্নয়নে কাজ করবে।
পাশাপাশি ভবিষ্যতে ইন্ডেক্সিড জার্নাল প্রকাশ, অনলাইন-অফলাইন প্রশিক্ষণ, গবেষণা কনফারেন্স আয়োজন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার, কর্মশালা পরিচালনা করার কাজ করবে তারা।
অনুষ্ঠানে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইন্ডিপেন্ডেন্ট, নর্থসাউথ, ড্যাফোডিল, স্ট্যামফোর্ড, শেরে-বাংলা কৃষি, ওয়ার্ল্ড, নোয়াখালী, উত্তরা বিশ্ববিদ্যালয় (মালয়েশিয়া), ইনহা (দক্ষিন কোরিয়া), পুন্ড্রু বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও গবেষকরা বাংলাদেশের গবেষণা ও প্রকাশনা পরিস্থিতি, সম্ভাবনা ও বাস্তবতা নিয়ে মতামত আলোচনা করেন। ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ডীন ড. মো. আমিনুল করিম, প্রফেসর ড. মামুন হাবিব, ফ্রন্টিয়ার কন্সাল্টেন্সির প্রধান পরামর্শক প্রফেসর আমিনুর রহমান মুখ্য আলোচনা রাখেন। সাথে সাথে ‘লিংকইউথ’ এর কাছ থেকে তাদের প্রত্যাশা ও সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য যে, উক্ত প্লাটফর্মে ইতিমধ্যে ১০ টিরও বেশি দেশের শিক্ষক ও গবেষকরা প্রশিক্ষক হিসেবে কাজ করতে সম্মত হয়েছেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মালয়, মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহফুজুর রহমান, সহ প্রতিষ্ঠাতা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ফখরুল ইসলাম ও মো. ইমরান (হেড অফ বিজনেস,স্মার্ট বি) সবার সহযোগিতা কামনা ও ধন্যবাদ জ্ঞাপন করে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি টানেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘The Science of writing Research Papers & Thesis’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন লিংকইউথের প্রতিষ্ঠাতা ও মালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহফুজুর রহমান।