বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে একযোগে কাজ করতে হবে

SHARE

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ ও সোনার বাংলা গড়তে জাতি-ধর্ম সকলে মিলে একযোগে কাজ করতে হবে। তাহলে যেমন দেশের উন্নয়ন ঘটবে অপর দিকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নও পূরণ হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় সাপাহার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কথাগুলি বলেন।

উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কের প্রায় শেষ প্রান্তে। উন্নয়নের ক্ষেত্রে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, তাই জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করে যেতে হবে। তাহলে জাতির জনকের আত্মা শান্তিতে ঘুমাতে পারবে এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান আ. রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলশ শাহ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্ত্বরে প্রায় চার কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ও হলরুম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পরে সদরে শরফ তুল্লাহ ফাজিল মাদ্রাসায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।