ইভিএম ত্রুটিতে ফল প্রকাশে দেরি : রিটার্নিং কর্মকর্তা

SHARE

সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ফলাফল দ্রুত হয়ওয়ার কথা থাকলেও যান্ত্রিক ক্রুটির কারণে ফলাফল দিতে দেরি হয়েছে বলেছেন ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

আজ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলাফল প্রকাশের কেন্দ্র স্থাপন করেছিলাম। সেখানে আমাদের সব ব্যবস্থা ছিল। কিন্তু ভোট পিছিয়ে যাওয়ায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে হয়েছে। এখানে নেটওয়ার্ক সিস্টেমটা বোধ হয় ভালো ছিল না। এ ছাড়াও ট্যাবেও একটু সমস্যা ছিল।

তিনি আরো বলেন, ইভিএমে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রে ফল প্রকাশ করা হয়েছে। কিন্তু আমাদের এখানে আসতে একটু সময় লেগেছে, যেহেতু এলাকা অনেক বড়। এসব কারণে চূড়ান্ত ফল প্রকাশে একটু বিলম্ব হয়েছে। ইভিএমে সমস্যা নেই। নেটওয়ার্কের সমস্যা, যান্ত্রিক সমস্যার কারণেই ফল প্রকাশে বিলম্ব হয়েছে।

এ সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডগুলোর নির্বাচিত কাউন্সিলরদের নাম ঘোষণা করেন তিনি।