পদত্যাগ প্রশ্নে সিইসির ‘না’

SHARE

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন, ভালো হয়েছে। আমরা বড় ধরনের কোনো অভিযোগ পাইনি। বিএনপির পক্ষ থেকে পদত্যাগ দাবি প্রসঙ্গে তিনি বলেন, কেউ চাইলেই পদত্যাগ করব না।

আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সব কেন্দ্র থেকে ‍বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এমন অভিযোগের বিষয়ে সিইসি বলেন, আমাদের কাছে কোনো এজেন্ট এসে অভিযোগ করে নাই ভোটদানে বাধা বা এজেন্টদের বের করে দেওয়ার বিষয়ে।

নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করছি তা ৩০ শতাংশের কম হবে।

ইভিএম সম্পর্কে নুরুল হুদা বলেন, ইভিএমে ভোটাররাই সন্তুষ্টি প্রকাশ করেছে। ইভিএমে ভোটগ্রহণে কারচুপির সুযোগ নাই। ফলাফল কাগজে বা হাতে লিখারও সুযোগ নাই বলেও জানান তিনি।