ঢাকা উত্তরে বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৩ শতাংশ

SHARE

ঢাকা উত্তর সিটিতে বিকেল ৩টা পর্যন্ত ২৩ শতাংশ ভোট পড়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এই তথ্য জানিয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করার জন্য আইনে বলা আছে। তবে কোথাও কোথাও বিকাল ৪টার পরও কেন্দ্রের সীমানার ভেতরে থাকা ভোটারদের ভোটগ্রহণ হয়েছে আইন অনুযায়ী।

আবুল কাসেম বলেন, বিকেল ৩টা পর্যন্ত সাত ঘণ্টায় ২৩ শতাংশ ভোট পড়েছে। ৪টা পর্যন্ত আরও কিছুটা বেড়েছে। তবে এখনও গণনা চলছে। শেষ হলে বলা যাবে ভোটের হার কত।

উত্তরে মেয়র পদে ৬ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জন অথাৎ তিন পদে মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৩৩৪ জন।

মেয়র প্রার্থীরা হলেন- বিএনপির তাবিথ আউয়াল, আওয়ামী লীগের আতিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক।

এ সিটিতে মোট ভোটার রয়েছেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩জন। এর মধ্যে নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।