রাস্তায় মরে পড়ে থাকা ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন

SHARE

জনমানবহীন এক রাস্তায় নিথর দেহ পড়ে ছিল এক ব্যক্তির। মাথায় সামান্য ধূসর চুল, মুখে মাস্ক লাগানো। হাতে তখনো ধরে ছিলেন প্লাস্টিকের ব্যাগ। আশপাশে হাতে গোনা কয়েকজন লোক।

কিন্তু তারাও মরদেহের কাছে ঘেঁষতে ভয় পাচ্ছেন। চীনের উহান শহরের এই দৃশ্য দেখে শিউরে উঠেছে সারাবিশ্ব। কিন্তু বাস্তব পরিস্থিতি এখন ঠিক এটাই।

চীনে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের এবং নিহতের সংখ্যা। এ ধরনের পরিস্থিতিতে সারাবিশ্বের জন্য স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করতে হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিইউএইচও)।

উহানের রাস্তায় যে ব্যক্তির মরদেহ পড়েছিল, তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স ৬০ বছরের আশপাশে। পুলিশের ধারণা, তিনি খাবার কিনতে বেরিয়েছিলেন। তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ।

তার দেহ যারা আনতে গিয়েছিলেন, সেই স্বাস্থ্যকর্মীরাও সংক্রমণের ভয়ে আতঙ্কিত। আপাদমস্তক ধাতব পোশাক পরে তারা উদ্ধারকাজ চালান।