পশ্চিমবঙ্গের বিধানসভায়ও পাস নাগরিকত্ব আইন বাতিলের প্রস্তাব

SHARE

কেরালা, পাঞ্জাব ও রাজস্থানের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভায় পাস হলো সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের প্রস্তাব। নিয়মমাফিক এই প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপি বিধায়করা।

আজ সোমবার নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের প্রস্তাব আনা হয়। পরে তা নিয়ে ভোটাভুটি হয়নি। বিধানসভায় প্রস্তাবটি পেশ করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রস্তাব পেশের পরই বিরোধিতা শুরু করেন বিজেপি বিধায়করা। তাতে অবশ্য বিশেষ আমল দেওয়া হয়নি। পরে ভোটাভুটি ছাড়াই বিধানসভায় প্রস্তাবটি পাস হয়ে যায়। সমর্থন করেন বাম ও কংগ্রেস বিধায়করাও।

বিধানসভায় যখন এই প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, সেইসময় বিধানসভার নর্থগেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্র পরিষদের সদস্যরা। এদিন এই প্রস্তাব নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমরা বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) হতে দেব না। শান্তিপূর্ণভাবে আমরা এর বিরোধিতা করব।

তিনি অভিযোগ করেন, “সিএএ মেনে দেশের নাগরিকত্ব পেতে হলে, আগে নিজেকে বিদেশি বলে ঘোষণা করতে হবে। এটা মারাত্মক ষড়যন্ত্র। ওদের টোপে পা দেবেন না। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রথম থেকেই বিরোধিতায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি। রাস্তায় নেমে একের পর এক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি।