যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভ-মিছিল

SHARE

গতকাল রবিবার ছিল ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস। আর নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করেই দিবসটি উদযাপন করলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা। যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে প্রবাসী ভারতীয়রা প্রতিবাদ মিছিলের আয়োজন করে।

এই প্রতিবাদ ঘিরে কোনোরকম অশান্তি-উত্তেজনার খবর পাওয়া যায়নি।

নয়া নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে ক্ষুন্ন করবে। এই অভিযোগে প্রজাতন্ত্র দিবসের উদযাপনে যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে বেরিয়েছে সিএএ বিরোধী প্রতিবাদ মিছিল। সিএএ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতায় ব্যানার -পোস্টার দেখা যায় মিছিলে।

নিউ ইয়র্ক, শিকাগো, অ্যাটলান্টা, হাউসটন, সান ফ্র্যান্সিসকো এবং ওয়াশিংটন ডিসি-র মতো শহরে এই ধরনের প্রতিবাদ মিছিলের আয়োজন করেন প্রবাসী ভারতীয়রা। মিছিল থেকে স্লোগান ওঠে ‘ভারত মাতা কি জয়’ এবং ‘হিন্দু, মুসলিম, শিখ, ইসাই: আপস মে সব ভাই ভাই।’

এদিকে, সিএএ-র সমর্থনেও বেশ কয়েকটি মিছিল বের হয়েছে যুক্তরাষ্ট্রে। স্লোগান-পোস্টারের মাধ্যমে এই সব মিছিলের বক্তব্য ছিল- ‘ভারত তার প্রতিবেশীর সংখ্যালঘুদের প্রতি যত্নশীল’ বা ‘সিএএ কোনও ভারতীয়ের ওপর প্রভাব ফেলবে না।’