অপ্রতিরোধ্য করোনাভাইরাস!

SHARE

করোনাভাইরাস আতঙ্কে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে চীনে। এই ভাইরাস সংক্রমণে ইতিমধ্যেই প্রায় তিন হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত চীনে ৮০ জনের মৃত্যুর খবর মিলেছে । এর মধ্যে উহান শহরেই মারা গেছে ৭৬ জন। এদিকে, বিভিন্ন দেশে ছড়িয়েছে এই ভাইরাস। গবেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, এই ভাইরাসের সংক্রমণ চীনের পক্ষে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। এর ফলে দেশটি মহামারির মুখোমুখি হতে পারে।

জানা গেছে, চীনে করোনাভাইরাস প্রতিরোধ ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। কিন্তু আশঙ্কা কাটছে না কোনোভাবেই। কারণ করোনাভাইরাসের বিস্তার বেড়েই চলেছে। দ্রুত এই ভাইরাসকে রোধ করতে না পারলে চীনজুড়ে মহামারি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন বলছে, করোনাভাইরাসকে চিহ্নিত করাই কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা ক্রমাগত কাজ করে চলেছেন। কিন্তু অবস্থা এখনও আয়ত্তের বাইরে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং উচ্চ পর্যায়ের বৈঠকের পর সতর্কবার্তা দিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, এই বৈঠকে চীনা প্রেসিডেন্ট জানান, দেশ মারাত্মক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।

চীন থেকে করোনা ভাইরাস ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। এতে উদ্বিগ্ন বিভিন্ন দেশের সরকার।

বিবিসি’র প্রতিবেদন করোনা ভাইরাসের গবেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ভাইরাসের সংক্রমণ চীনের পক্ষে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না।

আপাতত চীন থেকে দূরে থাকাই ভাইরাস থেকে বাঁচার পথ। কিন্তু সংক্রামক এই ভাইরাস নিয়ে যারা ইতিমধ্যে চীন থেকে বিভিন্ন দেশে এসেছেন তাঁদের নিয়েই চিন্তা বেশি।

অন্যদিকে চীনের উহান সহ একাধিক শহরে ঢোকা এবং শহর থেকে বের হওয়ার ব্যাপারে কড়াকড়ি করেছে চীনের সরকার। রবিবার থেকে উহানের কেন্দ্রীয় অঞ্চলে ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ হবে।

চীনা সংবাদপত্র পিপলস ডেইলি জানিয়েছে, চলতি সপ্তাহে বিশেষ চিকিৎসার জন্য ১৩০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় একটি হাসপাতাল নির্মাণকাজ শুরু করা হবে।