ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

SHARE

আজ মঙ্গলবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ১।

জানা গেছে, স্থানীয় সময় ৬ টা বেজে ৩৪ মিনিটে ওই কম্পন অনুভূত হয়েছে। নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি অর্থাৎ অক্সফোর্ডের ৩০ কিলোমিটারের ৩০ কিলোমিটার দক্ষিণে বার্নহামের ক্রাইস্টচার্চে কম্পন অনুভূত হয়।

জানা গেছে, ঘুম ভেঙেই শুরু হয় হুড়োহুড়ি। ভূমিকম্পের এক মিনিটের মধ্যেই কমপক্ষে ৯১৪ জন একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বেশিরভাগই জানিয়েছেন মৃদু কম্পন অনুভূত হয়েছে। অনেকেই বলেছেন যে ভূমিকম্পেই আমার ঘুম ভেঙেছে।

অনেকে বলেছেন, এখনও বিছানায় আছি, বিছানা জোরে কাঁপছিল।