খিলক্ষেতে কথিত বন্দুকযুদ্ধ, ‘মাদক ব্যবসায়ী’ নিহত

SHARE

রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে র্যাবের দাবি, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমানের ভাষ্যমতে, ভোরে খিলক্ষেতের বড়ুয়া এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে আনোয়ার নিহত হন।
এএসপি মিজানুর রহমান আরো বলেন, এ ঘটনায় র্যাব-১ এর একজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চারটি ওয়ান শুটার গান, ৩৪টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।