চলতি বছরেই সারাদেশে শুরু হবে চক্ষু সেবা কার্যক্রম

SHARE

দেশে দিন দিন মানুষের চক্ষু রোগের মাত্রা বেড়ে চলছে। সেদিকে নজর রেখেই সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরেই দেশের সব জেলায় চক্ষু বিশেষজ্ঞ পদায়নসহ সারাদেশে কমিউনিটি ভিশন সেন্টারের মাধ্যমে বিশেষ চক্ষু সেবা কেন্দ্র স্থাপন করা হবে। ইতিমধ্যেই এ প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ রবিবার রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল আই কেয়ার এর বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল ফর দ্য ব্লাইন্ড কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এ এইচ এম এনায়েত হোসেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা অন্যরা।

অনুষ্ঠানে জানানো হয়, দেশে ডায়াবেটিসজনিত চক্ষু রোগের সমস্যা যেমন প্রকট হয়ে উঠেছে তেমনি শিশুদের চোখের সমস্যা বাড়ছে। এক্ষেত্রে সাধারণ স্বাস্থ্য সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা ও শিশুদের অবিরাম টেলিভিশন মোবাইল বা প্রযুক্তির মধ্যে ডুবে থাকার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে।