প্রথা মেনে ইমরান খানকে আমন্ত্রণের সিদ্ধান্ত ভারতের

SHARE

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণের সিদ্ধান্ত নিল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে ইমরান খানতে প্রথা মেনে আমন্ত্রণ জানানো হবে।

এই প্রথম এসসিও সম্মেলনের আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। ২০২০ সালের শেষে দিল্লিতে এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে। সম্মেলনে এসসিও’র আট সদস্য, চারজন পর্যবেক্ষক এবং অন্য আন্তর্জাতিক সহযোগীদের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এ বছরের সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ভারত এসসিও’র সমস্ত প্রথা এবং বিধি মেনে সবাইকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

মূলত, এসসিও’র মূল উদ্যোক্তা চীন। ২০০১ সালে ছয়টি দেশকে নিয়ে ওই সংস্থা গড়ে ওঠে। চীন ছাড়াও এই তালিকায় আছে কিরগিজস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং রাশিয়া। এর মূল লক্ষ্য অর্থনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রসারিত করা। ২০১৭ সালে ভারত এবং পাকিস্তান এসসিও’তে অন্তর্ভুক্ত হয়েছে।