একুশের বইমেলা এবার উৎসর্গ করা হবে বঙ্গবন্ধুকে

SHARE

এবার একুশে বইমেলায় থাকছে ২০২০ মুজিববর্ষের নানা আয়োজন। বইমেলাটি উৎসর্গ করা হবে বঙ্গবন্ধুকে। তাঁকে নিয়েই এবারের বইমেলার বেশ কিছু অংশ সাজানো হবে।

বাংলা একাডেমি জানিয়েছে, চলতি বছর বইমেলায় বঙ্গবন্ধুকে নিয়ে ২৬টি বই প্রকাশ করবে একাডেমি। এছাড়া মেলার ২৬ দিনই বঙ্গবন্ধুকে নিয়ে বাংলা একাডেমির মঞ্চে আলোচনা হবে।

বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ বই প্রকাশের পরিকল্পনা নিয়েছে বাংলা একাডেমি। বইগুলো প্রকাশিত হবে আগামী তিন বছরে, যার মধ্যে ২৬টি প্রকাশিত হবে এবারের একুশে মেলায়।

বইমেলার প্রথম দিনে বাংলা একাডেমি প্রকাশ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই ‘আমার দেখা নয়া চীন। এ ছাড়াও প্রকাশিতব্য বইয়ের তালিকায় রয়েছে ‘ডাকটিকিট ও মুদ্রায় বঙ্গবন্ধু’, বঙ্গবন্ধুকে নিয়ে ইংরেজি অনুবাদ ‘ব্লাড অব আওয়ার হিরো বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধুর কারাজীবন’, ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও বাংলা একাডেমি’ ইত্যাদি।