ইরানের হামলায় ড্রোনের নিয়ন্ত্রণ হারিয়েছিল মার্কিন সেনারা

SHARE

বিপুল পরিমাণ অর্থ খরচ করে বানানো মার্কিন ড্রোনগুলোকে আকাশ পর্যবেক্ষণের নিখুঁত চোখ বলা হয়। অথচ, অত্যাধুনিক এসব ড্রোন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় মার্কিন সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই ছিল না।

গত ৮ জানুয়ারি রাত ১টা ৩৫ মিনিটে মার্কিন সেনাবাহিনী অত্যাধুনিক সাতটি ড্রোন উড়িয়ে দেয়। যে দুই ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে, সেই ঘাঁটি পর্যবেক্ষণের জন্যই ওই ড্রোনগুলো ওড়ানো হয়।

তবে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ড্রোনগুলো মার্কিন সেনাবাহিনীকে কোনো ধরনের সতর্কতা জানাতে ব্যর্থ হয়েছে। এমনকি ইরানের হামলার সময় ড্রোনগুলো মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে ছিল না।

ওদিকে চরম বেকায়দায় পড়ে ব্যাঙ্কারে আশ্রয় নেয় মার্কিন সেনারা। ইরানের দাবি, ওইদিনের হামলায় ৮০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সেই দাবি নাকচ করে দিয়েছে।