যেভাবে প্রাণে রক্ষা পেল মার্কিন সেনারা

SHARE

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালায় ইরান। ইরাকের দুটি সেনা ঘাঁটিতে অন্তত ২২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। এ হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হলেও যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের কোনো সেনা হতাহত হননি।

কিন্তু কীভাবে ভয়াবহ ওই হামলা থেকে প্রাণে বাঁচলেন মার্কিন সেনারা? এ নিয়ে রিপোর্ট করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে প্রবেশের বিরল সুযোগ পেয়েছে আল-জাজিরা। আনবার প্রদেশ থেকে প্রতিবেদনটি তৈরি করেছেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদক ওসামা বিন জাভেদ।

এতে দেখা গেছে, মার্কিন সেনারা দাবি করেছেন, আগে থেকে প্রস্তুতির কারণেই হামলা থেকে তারা রক্ষা পেয়েছেন। হামলার ঘটনায় বিস্মিত ও আতঙ্কিত হওয়ার কথা জানিয়েছেন তারা। তবে মজবুত বাঙ্কারে থাকায় তারা প্রাণহানি এড়াতে পেরেছেন।