কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

SHARE

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে গত রাত থেকে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

গতকাল রবিবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কুয়াশার কারণে মাঝ পদ্মায় থেমে রয়েছে সাতটি ফেরি। এতে যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে। কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরু চ্যানেল কুয়াশার মধ্যে অতিক্রম করা ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে নৌরুটে কুয়াশা বেড়ে যাওয়ায় দৃষ্টিসীমা একেবারে কমে এলে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বল জানিয়েছে বিআইডব্লিউটিসি সূত্র।