মোদি আসছেন কলকাতা, মমতার সঙ্গে একান্তে সাক্ষাতের সম্ভাবনা

SHARE

দু’দিনের সফরে কলকাতায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার চেয়েও বড় খবর কলকাতা রাজভবনে কাল শনিবার হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তার একান্ত সাক্ষাত।

কলকাতা পোর্ট ট্রাস্টের দেড়শ বছর পূর্তির অনুষ্ঠানে এবং কলকাতার ঐতিহ্যবাহী কিছু ভবনকে জাতির জন্য উৎসর্গ করতে পশ্চিমবঙ্গ আসছেন মোদি।

সূত্র জানায়, ‘মুখ্যমন্ত্রী মোদিজির সাথে সব ক’টি অনুষ্ঠানে থাকবেন … তাছাড়াও শনিবার রাতে তাদের একান্ত সাক্ষাত হবে।’

বর্তমানে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) বিরোধিতা করতে গিয়ে মোদিকে বারবার আক্রমণ করেছেন মমতা। ওদিকে মোদিও মমতাকে ছেড়ে কথা বলেননি।

সেই আবহে দু’জনের এই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে অনেক জল্পনা শুরু হয়েছে। মমতার কাছের মানুষরা বলছেন, রাজ্যে প্রধানমন্ত্রী এলে মুখ্যমন্ত্রী দেখা করাটা একটা সৌজন্যের এবং তা নিয়ে বেশি কিছু ভাবার প্রয়োজন নেই। বিরোধীরা অবশ্য বলছেন, আবার প্রমাণ হলো, মোদি এবং দিদির ভেতরে একটা বোঝাপড়া আছে।