ঢাকার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী জানালেন ইতালিয়ান অর্থনীতিবিদ

SHARE

বিশ্বখ্যাত ইতালিয়ান অর্থনীতিবিদ ও পাবলিক স্পিকার নিকোলো অ্যান্দ্রিইউয়েলা বলেছেন, ‘এ মুহূর্তে বসবাসের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করাই ঢাকার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

বুধবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্ট্যাডিজ মিলনায়তনে একক বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

বিভিন্ন নেতিবাচক খবর দেখে ঢাকা ভ্রমণের ইচ্ছার কথা উল্লেখ করে নিকোলো বলেন, এখনো অনেক সম্ভাবনাময় বাংলাদেশ।

কিছু সমন্বিত পদক্ষেপের মাধ্যমে সেবা সংস্থার কাজকর্ম তদারকি আর নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিলে ঢাকা এখনও উদাহরণযোগ্য শহরে পরিণত হতে পারে বলেও জানান তিনি।

বক্তৃতায় শুধু প্রবৃদ্ধি আর অবকাঠামো নয়, মানবসম্পদ উন্নয়নেও সমান গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান নিকোলো অ্যান্দ্রিইউয়েলা।