সপ্তাহে প্রতিদিনই চলবে পঞ্চগড়ের ৩ ট্রেন

SHARE

আগামীকাল ১০ জানুয়ারি (শুক্রবার) থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের বেশ কিছু পরিবর্তন আসছে। ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার তিনটি ট্রেনের মধ্যে একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটির দিন আর থাকছে না। আগে থেকেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কোনো বন্ধের দিন নেই।

নতুন সময়সূচির ফলে ঢাকা থেকে যাওয়া পঞ্চগড়ের প্রতিটি ট্রেনেরই সাপ্তাহিক কোনো ছুটি থাকছে না। এছাড়া বদলে যাচ্ছে পশ্চিমাঞ্চল রেলওয়ের ২৮টি আন্তনগর ট্রেনের সময়সূচি। পাশাপাশি পাল্টাচ্ছে ১৬টি ট্রেনের বন্ধের দিনও। পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ সুপারিনটেন্ডেন্ট ফুয়াদ হোসেন আনন্দ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এখন থেকে ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসে কোনো বন্ধের দিন থাকছে না। সপ্তাহের প্রতিদিনই এ দুটি ট্রেন ঢাকা-পঞ্চগড় যাতায়াত করবে।

আরো পড়ুন : কাল থেকে বদলে যাচ্ছে ২৮ ট্রেনের সময়সূচি