ইরাককে জানিয়েই মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

SHARE

ইরাক সরকারকে জানিয়েই সে দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ জাওয়াদ জারিফ। ইরাকের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে তেহরান অত্যন্ত গুরুত্ব দেয় বলেই এটি করা হয়েছে।

জারিফ আরো বলেন, ইরান সেই ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখান থেকে কাসেম সোলাইমানি ও ইরাকের কমান্ডার আবু মাহদিসহ ১০ জনকে হত্যা করা হয়েছে।

এর আগে ইরাকের জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন মুহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, ইরানের জেনারেল সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদির শাহাদাতের মধ্য দিয়ে দু’দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্ব ও সংহতি চিরদিনের জন্য নিশ্চিত হয়েছে। যুক্তরাষ্ট্রের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পশ্চিম এশিয়ায় তাদের উপস্থিতির অবসান ঘটবে।

তিনি আরো বলেন, এই অঞ্চলে ক্ষয়ক্ষতি ও গুণ্ডামি ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি যুক্তরাষ্ট্র। এসব বিবেচনায় আজ সকালে ইরান ইরাকে থাকা মার্কিন দু’টি ঘাঁটিতে হামলা চালিয়েছে।