রোহিঙ্গা প্রত্যাবসন নিয়ে আলোচনার জন্য কম্বোডিয়া গেল সংসদীয় কমিটি

SHARE

রোহিঙ্গা প্রত্যাবসন নিয়ে আলোচনার জন্য আসিয়ানভুক্ত দেশ কম্বোডিয়া গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। আজ রবিবার ওই প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করেন। তিন দিনের সফর শেষে তারা আগামী ৮ জানুয়ারি দেশে ফিরবেন।

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে ওই সংসদীয় প্রতিনিধি দলে আছেন কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দঃ প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক ও নিজাম উদ্দিন জলিল (জন) এবং সভাপতির একান্ত সচিব ড. মো. ওহিদুজ্জামান।

উল্লেখ্য, এরআগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবসন নিয়ে জনমত গড়ে তোলার জন্য কমিটির সদস্যদের বিভিন্ন দেশ সফর আয়োজনের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।