আগামী দুদিনে বৃষ্টিপাত কমে আসবে

SHARE

পৌষের শীতের মধ্যে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে ভোগান্তি বাড়লেও শীতের তীব্রতা সেভাবে বাড়েনি।
আজ সারা দিনই এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
আজ শনিবার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়, আগামী দু’দিনে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমে আসতে পারে।
এতে আরও বলা হয় আগামী দুদিন পর থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। এরপর ক্রমে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আগামী দুদিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সময়ে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূবালী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বলে জানিয়েছে আবহাওয়া অফিস।