দায়িত্ব গ্রহণ করেই পাকিস্তানকে হুমকি দিলেন ভারতের নতুন সেনাপ্রধান

SHARE

দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পরেই পাকিস্তানকে ইঙ্গিত করে হুমকি প্রদান করেছেন ভারতের নবনিযুক্ত সেনাপ্রধান এম এম নারাভানি। তিনি বলেন, ভারত জঙ্গিবাদের শিকড়ে হামলা করার ক্ষমতা রাখে। মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

এম এম নারাভানি বলেন, ‘জঙ্গি দমনের কৌশল আমাদের জানা আছে। রাষ্ট্র কিংবা পাকিস্তানের মদদে চলা সন্ত্রাসবাদ দমনের জবাব দিতেও আমরা সমানভাবে প্রস্তুত।’

সেনা প্রধান আরও বলেন, ‘আমার প্রথম কাজ হবে বাহিনীকে এমন ভাবে প্রস্তুত করা যাতে যে কোনো শত্রুকে সহজেই দমন করা সম্ভব হয়।’

এম এম নারাভানি গত সেপ্টেম্বরে সেনাবাহিনীর উপ-প্রধান পদে যোগ দিয়েছিলেন। সে সময় তিনি বর্তমান প্রতিরক্ষা বাহিনীর (তিন বাহিনী) প্রধান বিপিন রাওয়াতের ডেপুটি ছিলেন। এর আগে তিনি ইস্টার্ন কমান্ডের দায়িত্বে ছিলেন। ইস্টার্ন কমান্ড অন্তত ৪০০০ কিলোমিটার দীর্ঘ ইন্দো-চিন সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত।