কাজাখস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ১৪ জনের করুণ মৃত্যু হয়েছে। উড্ডয়নের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দোতলা বাড়ির ওপর ভেঙে পড়ে বিমানটি। এ ঘটনার বিষয়টি স্থানীয় প্রশাসনও স্বীকার করে নিয়েছে।
জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বেক এয়ার বিমান সংস্থার। বিমানটিতে শতাধিক যাত্রী ছিল। অন্তত ১৪ জনের মৃত্যু হওয়া ছাড়াও আরো অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তুপের মধ্যে আরো কেউ আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল।
জানা গেছে, বেক এয়ার বিমান সংস্থার ওই বিমানটি কাজাখস্তানের রাজধানী নূর-সুলতানে যাচ্ছিল। উড্ডয়নের সময়ই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কংক্রিটের দেয়াল ভেঙে একটি দোতলা বাড়িতে গিয়ে ধাক্কা মারে সেটি। মাঝারি আকারের বিমানটিতে দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।