মমতার মানসিক চিকিৎসার প্রয়োজন, ব্যক্তিগত আক্রমণ বিজয়বর্গীয়ের

SHARE

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক তালিকার প্রতিবাদে রাস্তায় নেমে বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। প্রশ্ন তুলেছেন সিএএ-এনআরসি’র বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে।

এ নিয়ে আরো একবার তৃণমূল নেত্রীকে আক্রমণ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এই নেতার কথায়, আমার মনে হয় মমতা ব্যানার্জি মানসিক ভারসাম্য হারিয়েছেন।

সিএএ-এনআরসি বাতিলের দাবিতে পথে নেমে আন্দোলনের পঞ্চম দিন, গতকাল বৃহস্পতিবার রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিল করেন তৃণমূল কংগ্রেস প্রধান।

মিছিল শুরু ও শেষের সমাবেশ থেকে নাগরিক আইন বিরোধী আন্দোলনে সামিল শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দেন মমতা। শিক্ষার্থীদের নিশানা করলে ‘আগুন নিয়ে খেলা হবে’ বলে সতর্ক করেন বিজেপিকে।

সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া দিয়েই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, নাগরিকত্ব আইনের পরে অনুপ্রবেশকারীরা চিহ্নিত হবেন। ওরাই মমতার ভোটব্যাংক। তাই উত্তেজিত হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন উনি। তার মানসিক চিকিৎসার প্রয়োজন।