কুড়িয়ে পাওয়া প্রায় ১২ লাখ টাকা পুলিশের সহায়তায় প্রকৃত মালিককে খুঁজে বের করে সেই টাকা মালিকের হাতে বুঝিয়ে দিয়েছেন সেন্টু হোসেন নামের এক ব্যক্তি।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর রাত অনুমান সাতটার সময় জনৈক সেন্টু হোসেন রায়েরবাজার হাইস্কুলের সামনে রাস্তার ওপর একটি শপিং ব্যাগ কুঁড়িয়ে পান। সেই ব্যাগের ভেতর জুতার বাক্সে ৫০০ টাকার ২৩টি বান্ডিলে মোট সাড়ে এগারো লাখ টাকা দেখে সেন্টু হোসেন নিউমার্কেট থানায় এসে অফিসার ইনচার্জের নিকট জমা দেন।
পরবর্তীতে অফিসার ইনচার্জ নিউমার্কেট উক্ত টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য ঢাকার সকল থানায় বেতার বার্তা দেন এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোকজনদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগের একপর্যায়ে জানা যায় জনৈক মো. হারুন অর রশিদ গত ১২ ডিসেম্বর, ১১ লাখ ৫০ হাজার টাকা হারিয়ে গেছে মর্মে হাজারীবাগ থানায় একটি জিডি করেন।
এভাবে টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করে অনুসন্ধান পূর্বক নিশ্চিত হয়ে ১৭ ডিসেম্বর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানের উপস্থিতিতে টাকার প্রকৃত মালিক হারুন অর রশিদকে ১১ লাখ ৫০ হাজার টাকা বুঝিয়ে দেয় নিউমার্কেট থানা পুলিশ।
এ ব্যাপারে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, সেন্টু হোসেনের সততায় আমরা মুগ্ধ। তার মহানুভবতার পুরস্কার আর্থিক মুল্যমানে না হলেও আল্লাহর কাছে বড় কিছু পাবেন।
এ ব্যাপারে সেন্টু হোসেন বলেন, টাকার প্রকৃত মালিক আমি নই। ওই টাকা আমার জন্য হালালও নয়। বরং প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়া ছিল আমার নৈতিক দায়িত্ব।