মরুশহরে তুষারপাত! ভাইরাল ভিডিও

SHARE

ভারতের রাজস্থান শহরকে মরুশহর বলা যেতে পারে। শীতে তুষারপাতের টানে পাহাড়ে যাওয়া পর্যটকরা এবার রাজস্থানেও যেতে পারেন। এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। কী অবাক হচ্ছেন? না, ঠিকই পড়ছেন, মরুশহরে তুষারপাত হয়েছে।

রাজস্থানের নাগৌড়ের অস্বাভাবিক এমন ঘটনায় অনেকেই বাকরুদ্ধ। ভারী শিলাবৃষ্টির ফলে বরফের স্তরে ঢাকা পড়েছে শহর। মরুভূমির এই রাজ্য যেন নিমেষে বদলে যায় শৈল শহরে। ছবিতে রাস্তা, বাড়ির ছাদ পুরোপুরি বরফের চাদরে ঢাকা। যানবাহন দেখে একনজরে কাশ্মীর বলে ভুল হওয়াও অস্বাভাবিক নয়। স্থানীয়রা এর আগে এমন অদ্ভুত ঘটনা দেখেননি।

নাগৌড়ের ছাপরি, মৌলাসার, কীচক গ্রামে ভারী শিলাবৃষ্টি হয়েছে। ফলে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ার কারণে স্থানীয় যান চলাচলও বিঘ্নিত হয়। অনেকেই এই অকাল শিলাবৃষ্টিতে বিস্মিত।

টুইটারে সৈয়দ আহমদ আফজাল লিখেছেন, তুষারপাতে সবকিছুই ‘দুধ-সাদা’ হয়ে গেছে। তবে, কাশ্মীর নয়, এ হলো রাজস্থানের নাগৌড়। শিলাবৃষ্টিতে সব কিছুই এখন দুধ-সাদা।’

আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজস্থানে ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির কারণ ‘পশ্চিমি ঝঞ্ঝা’। রাজস্থানের গঙ্গানগর জেলায় শুক্রবার সর্বোচ্চ ১৫.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে, রাজ্যে রাতের তাপমাত্রা আট ডিগ্রিতে নেমেছিল। সিকার জেলায় রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট ডিগ্রি।

আবহাওয়া দপ্তর বলছে, সপ্তাহান্তে রাজ্যে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি মরুশহরে আচমকা তুষারপাতে চিন্তার ভাঁজ পড়েছে আবহাওয়াবিদদের কপালেও।