বৃহস্পতিবারও শাহজালালে দুই ঘণ্টা ফ্লাইট বন্ধ

SHARE

বাংলাদেশ বিমান বাহিনীর মহড়ার কারণে দ্বিতীয়দিনের মতো আগামীকাল বৃহস্পতিবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টা সব ধরনের ফ্লাইট উন্নয়ন ও অবতরণ বন্ধ থাকবে।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান।

তিনি বলেন, ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য বুধবার ও বৃহস্পতিবার দুই ঘণ্টা করে বিমান বাহিনীর মহড়া হবে। সেজন্য এই দু’দিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকছে।

এই দু’দিন নির্দিষ্ট সময় ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখতে ইতোমধ্যে সব এয়ারলাইন্সকে নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় প্যারেডে যে এয়ার শো হবে, তার প্রস্তুতিমূলক মহড়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উন্নয়ন ও অবতরণ বন্ধ থাকছে নির্দিষ্ট সময়ের জন্য। আজ বুধবারও দুই ঘণ্টা ফ্লাইট বন্ধ ছিল।