গাছ রাতে অক্সিজেন দেয়, ইমরানের মন্তব্যে সমালোচনার ঝড়

SHARE

কিস্তানের মন্ত্রীদের নানা ধরনের উদ্ভট মন্তব্য নিয়ে এর আগে ব্যাপক সমালোচনা হয়েছে। দিনকয়েক আগে পাকিস্তানের করাচির পঙ্গপালের সমস্যা মোকাবিলায় পঙ্গপালের বিরিয়ানি খাওয়ার পরামর্শ দিয়েছিলেন সে দেশের মন্ত্রী। তবে এবার স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান যা বললেন, তাতে হাসির রোল থামছেই না টুইটারে।

সম্প্রতি পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়াত্‍‌ একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে ইমরান খানকে বলতে শোনা যায়, রাতে অক্সিজেন দেয় গাছ। ১৫ মিনিটের ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘গাছেরা রাতে অক্সিজেন দেয় : দেখালেন আইনস্টাইন খান।’

ইমরান ভিডিওতে বলেছেন, ১০ বছরের মধ্যে ৭০ শতাংশ সবুজ কমেছে। তার ফলে ভুগতে হবে আমাদের। কারণ গাছ বায়ুকে পরিষ্কার করে, রাতে অক্সিজেন দেয়। গাছেরা কার্বন-ডাই-অক্সাইড টেনেও নেয়। ভিডিও টুইটারে শেয়ার হতেই শুরু হয়েছে রসিকতা।

কটাক্ষ করে অনেকে বলছেন, এই জ্ঞানের জন্য ইমরান খানকে নোবেল দেওয়া হোক।