নয় বছরে দেশে জলাতঙ্ক কমেছে ১০ গুণ

SHARE

দেশে গত নয় বছরে জলাতঙ্ক কমেছে প্রায় ১০ গুণ। ২০১০ সাল পর্যন্ত বছরে দেশে দুই হাজারের বেশি মানুষ জলাতঙ্কে আক্রান্ত হতো। তবে চলতি বছরে ওই সংখ্যা নেমে এসেছে ২০০ জনের নিচে।

আজ বুধবার ঢাকায় হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত ইন্টারন্যাশনাল ওয়ান হেলথ কনফারেন্সের প্রথম দিনে সায়েন্টিফিক সেশন বাংলাদেশের পক্ষে এমন তথ্য তুলে ধরা হয় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জলাতঙ্ক নিয়ন্ত্রণ কর্মসূচির পক্ষ থেকে।

কনফারেন্সের এই সেকশনে রোগ নিয়ন্ত্রণ শাখা পরিচালক অধ্যাপক ডাক্তার তানিয়া তহমিনা, সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বে-নজির আহম্মেদ , জলাতঙ্ক নিয়ন্ত্রণ কর্মসূচির উম্মে রুম্মান সিদ্দিকী সহ অন্যরা বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।