আসামে আটক তিন আইএস জঙ্গি

SHARE

আসামের গোয়ালপাড়া থেকে ইসলামিক স্টেট (আইএস) এর তিন সদস্যকে গ্রেপ্তার এরছে দিল্লি এবং আসাম পুলিশ। তদন্তকারীদের দাবি, প্রথমে গোয়ালপাড়ার দুধনৈ রাসের মেলা ও পরে দিল্লিতে বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল ওই জঙ্গিরা। তারা আইএসের সদস্য।

পুলিশ জানায়, লুইত জামিল, জামান ইসলাম ও রঞ্জিত ইসলাম নামে ওই তিন জঙ্গি নাশকতার ছক কষেছে বলে জানতে পারে দিল্লি পুলিশ। তারপরেই ২৩ নভেম্বর দিল্লি পুলিশের একটি দল গোয়ালপাড়ায় আসে। পুলিশ সূত্রের খবর, স্থানীয় পুলিশের কাছে ওই জঙ্গিদের সম্পর্কে খবর ছিল না।

গতকাল রাতে গোয়ালপাড়ার একটি হোটেলে অভিযান চালিয়ে ওই তিন জঙ্গিকে গ্রেপ্তার করে যৌথ দল। ওই তিনজনকে ১২ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। তদন্তকারীদের দাবি, জামিল তাদের প্রধান। তিনি স্থানীয় আধার কেন্দ্রের সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন, রঞ্জিত ছিলেন কৃষ্ণায় মাছ বাজারে ঠিকা বিক্রেতা আর জামান ইসলাম বেকার।