কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে গ্রেনেড বিস্ফোরণ, আহত ২

SHARE

জম্মু-কাশ্মীরে একটি বিশ্ববিদ্যালয়ের সামনে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। গ্রেনেড বিস্ফোরণের পরেই এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আজ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বাহিনীর কর্মীরা পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ গেটের কাছে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষ আহত হয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে স্যার সৈয়দ গেটের কাছে দাঁড়িয়েছিল বেশ কয়েকজন, আর তখনই ঘটনাটি ঘটে।