পেঁয়াজ নিয়ে কারসাজিতে ১০ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ

SHARE

পেঁয়াজ নিয়ে কারসাজির ঘটনায় দেশের শীর্ষ ৪৭ আমদানিকারকের মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদ করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ সোমবার ( ২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আমদানিকারক প্রতিষ্ঠান টি এম এন্টার প্রাইজ, বি এইচ ট্রেডিং অ্যান্ড কোম্পানি, জগদীশ চন্দ্র রায়, মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ, একতা শস্য ভাণ্ডার, মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ, মেসার্স দীপা এন্টারপ্রাইজ, আরএম এগ্রো, পল মোহাম্মদ ট্রেডার্স ও নূর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক গোয়েন্দার উর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠানগুলোর গত তিন মাসে আমদানি ও বিক্রি সংক্রান্ত যাবতীয় তথ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক গোয়েন্দারা। পর্যায়ক্রমে অন্য ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্র জানায়।