অবশেষে মুক্তি পেলেন লুলা ডি সিলভা

SHARE

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা মুক্তি পেয়েছেন। প্রায় দেড় বছর পর মুক্তি পেলেন এই বামপন্থী নেতা। তাকে স্বাগত জানাতে কারাগারের বাইরে হাজারো সমর্থক উপস্থিত হয়েছিলেন।ফুলেল শুভেচ্ছা নিয়ে জেল থেকে বেরিয়ে মুষ্টিবদ্ধ হাত আকাশে ছোড়েন লুলা। সে সময় তিনি বলেন, ‘আইএম ব্যাক।’

ব্রাজিলের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের প্রেক্ষিতে ব্রাজিলের সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয় ৭৪ বছর বয়সী লুলা গতকাল জেল থেকে মুক্ত হন।

ব্রাজিলের নিম্ন আদালত দুর্নীতির দায়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছিল তাকে। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের শাসক ছিলেন লুলা। তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনেন বিরোধীরা। ‘অপারেশন কার ওয়াশ’ নামে ওই কেলেঙ্কারিতে জেল হয় ব্রাজিলের অনেক ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারও।

এদিকে, ওইসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন লুলা ডি সিলভা। কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হওয়ায় নিম্ন আদালত তাকে ১২ বছরের কারাদণ্ড দেয়।