২০০০ রুপির নোট তুলে নিচ্ছে ভারত, বাতিলের ভয়

SHARE

ভারতে নোট বাতিলের তিন বছর পূর্তিতে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে এবার বাতিল হতে চলেছে ২০০০ রুপির নোট।

নোটবন্দির তৃতীয় বর্ষপূর্তিতে এমনই জল্পনা উসকে দিলেন সাবেক কেন্দ্রীয় অর্থ সচিব সুভাষ চন্দ্র গর্গ। নিজের ব্লগে গোলাপি নোট নিয়ে এমন কথা জানিয়েছেন ৩১ অক্টোবর অবসর নেওয়া এই আমলা। তার কথায়, কোনো সমস্যা ছাড়াই ২০০০ রুপির নোট ‘তুলে নেওয়া’ হচ্ছে।

তিনি আরো বলেন, বড় সংখ্যায় ২০০০ রুপির নোট এখন আর বাজারে মিলবে না। ধীরে ধীরে তুলে নেওয়া হয়েছে। সম্ভাবনা এমন যে পরবর্তীতে তা বাতিল করা হবে। নিজের ব্লগে এসব লিখেছেন সাবেক এই আমলা। ২০০০ রুপির নোট ব্যাংকে ফিরিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

৩১ অক্টোবর নিজের টুইটার হ্যান্ডলে অবসরের পোস্ট করেছিলেন তিনি। সেখানে নিজের অবসরকে ‘হঠাৎ’ বলেই বর্ণনা করেছেন সুভাষ চন্দ্র গর্গ।